Onubad Media

কুরুলুস উসমান এপিসোড ১৪৮ বাংলায় দেখুন

Kurulus Osman Episode 148 review in Bangla

কুরুলুস ওসমানের আগামীকালের পর্বটি ওসমান বের জন্য খুবই কঠিন হতে চলেছে। তাজউদ্দীন নয়ান ওসমান বেকে ফাঁদে ফেলে তার নিজের তাবুতে নিয়ে গেছে। একই সাথে ওসমান বের বড় ভাই গুন্দজ বের পরিবার নয়ানের হাতে বন্দী অবস্থায় আছে। কারাজালাসুন ওসমান বের ইনেশিহারে বন্দী রয়েছে। অন্যদিকে বাইজেন্টাইন মৃত্যুর দূত ইনেশিহারে আসতেছে। যাকে বাইজেন্টাইন জল্লাদ নামে সবাই ডাকে৷ এতো কিছুর মধ্যে ওসমান বে নিজের লক্ষ্যপানে সামনে এগিয়ে চলাই এখন ভীষন দুষ্কর।


আমরা আগামী পর্বে কি হতে চলেছে এবং গত পর্বের বিশেষ কিছু ঘটনা নিয়ে আলোচনা করবো। বাইজেন্টাইন রাজকন্যাকে ইনেশিহারের প্রসাদে নিয়ে আসা হয়েছে। এটা ওসমান বের অতি সাহাসী সিদ্ধান্ত। ওসমান বে যখন বুজতে পারলো যে রাজকন্যাকে গোপন জায়গা গুলোতে রাখা আর নিরাপদ নয় তখন সে তাকে ইনেশিহারে প্রাসাদে নিয়ে আসে৷ বালা হাতুন তার সার্বিক ব্যবস্থা করতেছে৷ বালা হাতুন তার কাছ থেকে কিছু গোপন কথা বের করার চেষ্টা করে যাচ্ছে। এতে করে ওসমান বের উপকার হবে৷


স্বাধীন বেইলিক ঘোষনার কারনে ওসমান বের উপরে অনেক মানুষ আস্থা রাখতে শুরু করেছে। যদিও তার পিছনে অনেক শত্রুর ও জন্ম হয়েছে। ওসমান বে তার নিজের যোগ্যতায় মানুষের কাছে জনপ্রিয় ও ন্যায়পরায়ন শাসক হিসাবে প্রতিষ্ঠিত হতে পেরেছে। এই সকল কারনে ওসমান বের উপর ইয়াকুব বে ভীষন মনঃক্ষুণ্ন হয়েছে। তার জনপ্রিয়তা শেষ করে দিচ্ছে ওসমান বে।

মালহুন হাতুন হজ্জের উদ্দেশ্য রওনা দিয়েছে। মূলত এই অভিনেত্রীর শারিরীক সুস্থতার জন্য সে সিরিজ থেকে বিদায় নিয়েছে। তার বিদায় ওসমান বেকে কিছুটা একা করে দিবে। ওসমান বের হাতুন মালহুন হাতুন ইনেশিহার সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখাশুনা করতেন। এখন থেকে কাজ গুলো সব বালা হাতুনকে একা সামলাতে হবে৷
ওসমান বের নতুন পরিকল্পনা অনুযায়ী চেরকুতাই বেকে ইয়াকুব বের সাথে পাঠানো হয়েছে।। এটা চেরকুতাই বের শাস্তি মূলক একটা ওজিফা। চেরকুতাই বে মেহমেদ বের সাথে থাকবে এবং জার্মিয়ান বসতীর খোজ খবর ওসমান বেকে প্রদান করবে৷


ওরহান বের জন্য এখন হলোফিয়া হাতুন নিজেই প্রেমের সাগরে নিমজ্জিত হয়ে পড়েছে। ওরহান বের কাছে যাওয়ার জন্য সে দূর্গ থেকে পালাতে গিয়েছিল। এমন সময় হঠাৎ করে শুনতে পারে যে ওরহান বে তার দূ্র্গের ভিতরে প্রবেশ করেছে। ওরহান বে যখন তার খালা এবং টেকফুরের সামনে নিজেকে প্রকাশ করে তখন তাকে আটকের নির্দেশ দেয় হলোফেরার খালা। এক পর্যায়ে ওরহান বে তাদের বুঝাতে সক্ষম হয় যে সে এখানে রাজকুমারীর সন্ধান দেওয়ার জন্য এসেছে৷ তখন সবাই ওরহান বেকে বিশ্বাস করতে শুরু করে।

ওরহান বে তাদেরকে নিয়ে রাজকন্যাকে আনতে যায়। তখন সেখানে ওসমান বের আগমন ঘটে। তারপর সেখানে মোঙ্গল ও টেকফুর এর বাহিনীর সাথে ওসমান বের লড়াই হয়। সেখানে লড়াই করার পরে ওসমান বে গোর্কতু খানের শিরচ্ছেদ করে মাথা টা নিয়ে বসতীতে ফিরে আসে।

আলাউদ্দিন বেকে গোনজা হাতুন তার মনের কথা বলতে গিয়ে সাদাত হাতুন তথা তার মায়ের কাছে ধরা খেয়ে গেছে। এই অবস্থায় তার মা এই কথা ইয়াকুব বেকে জানিয়ে দেয়।।এতে করে মেহমেদ বে তার বাবার সামনে রাগ করে দাড়িয়ে পড়ে। তার বোন তথা গোনজা হাতুন কে আলাউদ্দিন বের সাথে বিবাহ দিতে নারাজ, আলাউদ্দিন বে উভয় সংকটে পড়ে যায়।

গোনজা হাতুন এর কাছে থেকে আলাউদ্দিন বে যখন শুনতে পায় যে সে আলাউদ্দিন বেকে পছন্দ করে না। তখন গোনজা হাতুন এর কথা সে বিশ্বাস করে না। আলাউদ্দিন বে তাকে উদ্দেশ্য করে বলে যে মুখের কথা থেকে চোখের ভাষা বেশি বিশ্বাস যোগ্য। এই খবর যখন ফাতেমা জানতে পারে সে তার মা বালা হাতুন কে জানিয়ে দেয়। এতে করে বালা হাতুন ও চিন্তিত হয়ে পড়ে। তাই সে গোনজার সাথে নিজে কথা বলতে সীমান্ত বাজারে আসে। এরপর গোনজার সাথে সে কথা বলে কিন্তু সমস্যার সমাধান করতে পারে না।

ওসমান বের বসতী ইনেশিহারে হামলা ও আশেপাশের বসতীতে হামলা করে গোর্কলু খান তার সীমা অতিক্রম করে ফেলে। এই সকল কারনে ওসমান বে তাকে ফাঁদে ফেলে হত্যা করে মাথা নিয়ে আসে বসতীতে। অন্যদিকে এই হত্যার পরে অন্য বসতীর বেরা ইয়াকুব বের দিকে ঝুকে পড়ে। তখন ওসমান বে সকল কিছু সবার সামনে প্রকাশ করে দেয়৷ তখন বেরা ইয়াকুব বের আনুগত্য করা বাদ দিয়ে ওসমান বের প্রতি আনুগত্যের ঘোষণা দেয়। এভাবে ওসমান বের পিছনে সকল বেরা একসাথে মিলিত হতে শুরু করে৷


ওসমান বের ভবিষ্যৎ পরিকল্পনা নতুন দূ্গ জয় এবং তুর্কী ভুমি থেকে মোঙ্গলদের দূর করা। এই পরিকল্পনার সাথে যুক্ত হয়েছে ইয়াকুব বের ষড়যন্ত্র মোকাবেলা করা এবং নিজের স্বাধীন বেইলিকের অধীনে আরো বে দের সংযুক্ত করা। ওসমান বের পিছনে এই মূহুর্তে ৬/৭টি ছোট বড় তূর্কী বসতি রয়েছে। তবে তাদের আল্প ও ঘোড়া সংখ্যা খুব বেশি না। তাদের অর্থনৈতিক সহযোগিতা ও আল্প সংখ্যা বৃদ্ধির জন্য ওসমান বে তাদের কিছু স্বর্নমুদ্রা দেয়। more

সম্পূর্ন এপিসোড দেখতে নিচের ছবিতে ক্লিক করুন

onubad media

ডাউনলোড করতে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button