Onubad Media

Kurulus Osman 151 Bangla

Kurulus Osman Episode 151 Bangla Subtitles


রিভিউ
আসসালামু আলাইকুম কুরুলুস ওসমান এর বিগত দুইটি পর্ব ই ছিল ভীষন উত্তেজনায় পূর্ন ও জাঁক যমকপূর্ন। ১৫০তম পর্বের শুরুতেই উরাজ বে আত্রানোসে দূর্গের সামনে ইমরান তেগিনের সাথে কথা বলে। তাকে আত্রানোস দূর্গ ছেড়ে দিতে এবং মহান কালিমার দাওয়াত দিতে থাকে৷ ইমরান তেগিনকে উরাজ বে হুশিয়ার করে দেন এবং দূর্গ অবরোধ চলতে থাকবে বলে হুমকি দেন।।

ওসমান বে সকলের সাথে পরামর্শ করে আত্রানোস দূর্গ অবরোধ চলকালিন কিতা দূ্গ জয় করতে পদক্ষেপ নিতে শুরু করে। হলোফেরার খালা সম্রাটের কাছে ভুল বার্তা পৌছানোর ফলে সম্রাট আন্দ্রেনিকোস ওসমান বের উপর রাগান্বিত হন। সম্রাট আন্দ্রেনিকোস তার বাহিনী সহ আরো অন্যান্য বাহিনী ইমরান তেগিনের নেতৃত্বে পাঠিয়ে দেন। ওসমান বে বিপরিতে হলোফেরার খালা সম্রাটের কাছে চিঠি পাঠায়।

সেখানে লেখা ছিল বাইজেন্টাইন রাজকন্যাকে ওসমান বে হত্যা করেছে৷ অথচ ওসমান রাজকন্যাকে সম্মানের সঙ্গে কোনিয়ায় পাঠিয়ে দেন৷ ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম বাইজেন্টাইন আক্রমণ এটি৷ ওসমান বে তার সম্রাজ্য প্রতিষ্ঠানর পরে এই প্রথম তাকে বাইজেন্টাইন নাইটদের সাথে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের প্রস্তুতির সময়কালের মধ্যে আরো কিছু ঘটনা ঘটে৷ গত পর্বে আমরা দেখেছি ওরহান বের সাথে এলচিম হাতুনের বিবাহ প্রস্তাব দেওয়া হয়৷ যদিও এলচিম হাতুন এবং ওরহান বে উভয়ে এই বিষয়ে একমত না।

তবে রাষ্ট্রের স্বার্থে ওরহান বেকে এই বিয়ে করতে ওসমান বে আদেশ করেন। মালহুন হাতুন এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। ওসমান বের ভবিষ্যৎ পরিকল্পনা নতুন দূ্গ জয় এবং তুর্কী ভুমি থেকে মোঙ্গলদের দূর করা। এই পরিকল্পনার সাথে যুক্ত হয়েছে ইয়াকুব বের ষড়যন্ত্র মোকাবেলা করা এবং নিজের স্বাধীন বেইলিকের অধীনে আরো বে দের সংযুক্ত করা। ওসমান বের পিছনে এই মূহুর্তে ৬/৭টি ছোট বড় তূর্কী বসতি রয়েছে।

তবে তাদের আল্প ও ঘোড়া সংখ্যা খুব বেশি না। তাদের অর্থনৈতিক সহযোগিতা ও আল্প সংখ্যা বৃদ্ধির জন্য ওসমান বে তাদের কিছু স্বর্নমুদ্রা দেয়। বাইন্দার বেকে হত্যা করে জল্লাদ ইমরান তেগিন যে যুদ্ধের দমামা বাজিয়েছে সেটাই এই পর্ব থেকে শুরু হতে যাচ্ছে। ওসমান বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বানিজ্য বিষয়ক অধিদপ্তর দেখাশুনা করতেন বাইন্দার বে৷। তার মৃত্যু ও অন্য আল্পদের মৃত্যুর প্রতিশোধ ওসমান বে খুব দ্রুত নিবে৷ ওসমান বে তার নিজের পরিবারের সবার সাথে পরামর্শ করে নতুন পরিকল্পনা ঠিক করেন।

ওসমান বে বিপরিতে হলোফেরার খালা সম্রাটের কাছে চিঠি পাঠায়। সেখানে লেখা ছিল বাইজেন্টাইন রাজকন্যাকে ওসমান বে হত্যা করেছে৷ অথচ ওসমান রাজকন্যাকে সম্মানের সঙ্গে কোনিয়ায় পাঠিয়ে দেন৷ মালহুন হাতুন এর পুত্র ওরহান বের বিবাহ নিয়ে যে জল ঘোলা হচ্ছে সেটাও বসতিতে একটা রোষানল তৈরি করেছে। ওরহান বে হলোফিয়াকে পছন্দ করে। অপরদিকে বসতিতে হায়নে আনার বংশধর এলচিম হাতুনের সাথে ওরহান বের বিবাহ দেয়ার জন্য তারা একটি প্রস্তাব পেশ করে।

ওরহান বের সাথে কার বিবাহ হবে সেটা দেখতেও আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। মূলত বাইজেন্টাইন জল্লাদ ইমরান তেগিনের সাথে সম্রাট আন্দ্রেনিকোস এর বাহিনী একত্রিত হয়ে বিশাল বাহিনী তৈরি করেছে। সকল টেকফুর ও তাদের অধীনস্থ সৈন্যদের একজাগায় সমাবেত করা হয়েছে। ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম বাইজেন্টাইন আক্রমণ এটি৷ ওসমান বে তার সম্রাজ্য প্রতিষ্ঠানর পরে এই প্রথম তাকে বাইজেন্টাইন নাইটদের সাথে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের প্রস্তুতির সময়কালের মধ্যে আরো কিছু ঘটনা ঘটে৷

আলাউদ্দিন বেকে সহায়তা করে উলগেন হাতুন৷ উলগেন হাতুন নিজে অভিনয় করে তার ঠান্ডা ছোয়াছে রোগ হয়েছে। মূলত তার কোন সমস্যা হয় নাই। গোনজা হাতুন কে আড়াল করতে তার এই প্রচেষ্টা। ওসমান বের সামনের দিনগুলোর চ্যালেন্জ আরো বৃদ্ধি পাচ্ছে। আগামী পর্বে বাইজেন্টাইনদের কিভাবে মোকাবিলা করে সেটাই এখন দেখার বিষয়৷ More

Kurulus Osman Episode 151 Bangla Subtitles

onubad media

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button