Onubad Media

Selahaddin Eyyubi Episode 15 Review in Bangla

Selahaddin Eyyubi Episode 15 Review in Bangla

সালাউদ্দিন আইয়ুবীর গত পর্বটি ছিল উত্তেজনায় ভরপুর। আমির সালাউদ্দিন ইহুদী আব্রাহাম এর ফাঁদ থেকে বের হওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করতে থাকেন। একপর্যায়ে আমির সালাউদ্দীন একটি দরজার সন্ধান পেয়ে যায়। তখন সেটা দিয়ে তারা বাহিরে বের হয়ে আসেন। 

কিন্তু আব্রাহাম আগে থেকে বাহিনী নিয়ে বাহিরে অপেক্ষা করতে থাকে। যখন সালাউদ্দীন তার সহযোগীদের নিয়ে বাহিরে বের হয় তখন আব্রাহাম তাকে ঘিরে ফেলে। আব্রাহাম যখন তাকে মেরে ফেলার জন্য তীর নিক্ষেপ করলো তারা মাটিতে পড়ে যায়। কিন্তু আমির সালাউদ্দীন তার সহযোগীদেরকে নিয়ে আগেই একধরনের বর্ম ঢালস্বরূপ পরিধান করে নেয়। যাতে যে কোন ধরনের তীর নিক্ষেপ করলে তাদের কোন সমস্যা না হয়। Selahaddin Eyyubi Episode 15 Review in Bangla

হঠাৎ করে এমন আক্রমণের শিকার হয়ে সালাউদ্দিন ও মাটিতে পড়ে গেলো। তারা যখন সবাই সালাউদ্দিনকে ঘিরে ফেলে দিল। তাকে তরবারী দিয়ে মৃত্যু নিশ্চিত করতে সামনে এগিয়ে আসলে আমির সালাউদ্দীন ও তার সহযোগীরা একসাথে উঠে তাদের সবাইকে হত্যা করে ফেলে। আমির সালাউদ্দিন তাদের সকলকে হত্যা করার পরে তারা নিরাপদে জায়গাটি প্রস্থান করল। Selahaddin Eyyubi Episode 15 Review in Bangla

আমির সালাউদ্দিনকে হাত থেকে ফস্কে যাওয়ার কারণে আব্রাহাম ভয়ংকরভাবে রাগান্বিত হয়ে উঠলো। রানী ভিক্টোরিয়া গ্রেগরকে প্রশ্ন করলো যে সালাউদ্দিন এখন কোথায় জবাবে তারা বলল সালাউদ্দিন আমাদের হাত থেকে ফসকে গিয়েছে ঠিক এই সময় আব্রাহাম কক্ষে প্রবেশ করে। রানী ভিক্টোরিয়া উত্তেজিত হয়ে আব্রাহাম কে বলে সালাউদ্দীন কিভাবে হাত থেকে ফসকে গেল? 

তার বসতিতে আক্রমণ না করে আপনারা ফিরে আসলেন কেন? গ্রেগর জবাব দেন যে মেইলিক মওদুদ তাকে একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবের ফলে তিনি ফিরে এসেছে এবং মেলিক গিয়েছে সুলতানের কাছে। গ্রেগরের প্রস্তাব দিয়ে মেইলিক সুলতানের কাছে যখন আসে তখন তাকে প্রশ্ন করে কিভাবে করে বসতি অন্য জায়গায় স্থাপন করা যায় কারণ সালাউদ্দিন এখন আমাদের মাঝে নেই? Selahaddin Eyyubi Episode 15 Review in Bangla

মেলিক মওদুদ যখন সুলতান এর কাছে এসে বসতি স্থাপনের ব্যাপারে তার প্রস্তাব পেশ করেন তখন সুলতান নুরুদ্দিন তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অবশেষে সুলতান নুরুদ্দিন ইসমত খাতুন এর সাথে মিলিত হওয়ার জন্য নতুন পদক্ষেপ সূচনা করেন । 

হঠাৎ করে গ্রেগর এবং আব্রাহাম সুলতান নুরুদ্দিনের কাছে আসেন বসতি দূরে সরিয়ে রাখতে যে প্রস্তাব সে প্রস্তাব পেশ করেন তখন আমির সালাউদ্দিন কক্ষে প্রবেশ করেন এবং সুলতানের সামনে আমির সালাউদ্দিন  এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আমির সালাউদ্দিন সুলতান নুরুদ্দিনের সামনে জলদি করে রাখা আব্রাহামের বিষয় সম্পূর্ণ কথা প্রকাশ করে দেন। সুলতান নুরুদ্দিনের সামনে আব্রাহাম তার পরিচয় লুকান এবং তিনি রানী ভিক্টোরিয়ার উপদেষ্টা হিসেবে তাকে পরিচয় দেন।

সুলতান নুরুদ্দিন উভয়ের কথা শুনে প্রত্যাখ্যান করেন এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দেন সুলতান নুরুদ্দিনের প্রস্তাবে স্বাক্ষর করেন নাই। আমির সালাউদ্দিন তার বসতিতে ফিরে আসে এবং তার বসতিকে কুরসীদের হাত থেকে রক্ষা করে। আমির সালাউদ্দিনকে বন্দী দশা থেকে যখন মুক্ত করা হয় তখন একটি গোপন রহস্য সামনে নিয়ে আসেন বিভিন্ন জায়গার বেগন।ইহুদীদের ষড়যন্ত্র তিনি জানতে পেরে যান। কয়েকজন ইহুদি পন্ডিত মিলে হারানো সিন্দুক সেই সিন্দুক নিয়ে একটি মন্দিরের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে তারা একত্রিত হয়ে একটি গোপন মিটিং এর জন্য প্রস্তুতি শুরু করেন।

আমির সালাউদ্দিন যখন এই গোপন মিটিং এর বিষয়ে জানতে পারে এবং সুফিয়া তাকে এই কর্মে সহায়তা করেন। আমির সালাউদ্দিন আব্রাহামের পিছনে এবং সকল ফাঁদ অতিক্রম করে তারা সেই মন্দিরে প্রবেশ করে পরে সেখানে উপস্থিত পন্ডিতদেরকে তারা হত্যা করে এবং আব্রাহাম কে সেই সিন্দুকসহ তাকে ধরে ফেলে। আব্রাহা আমির সালাউদ্দিন থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের কৌশল এবং ফাদ স্থাপন করেছিলেন। 

অদৃশ্য বাহিনীর শক্তি তাকে আরো উদ্দিপ্ত করেছে এবং সেই শক্তি ও নিজের সৈন্য নিয়ে সিন্ধুক উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। কারাতেগিন এবং আমির সালাউদ্দিনের মধ্যে শত্রুতা এখনো চলতে থাকে। যখন কারাতেগিন আমির সালাউদ্দিনের বসতি থেকে বাহিরে বের হয় তখন রানী ভিক্টোরিয়া তাকে আক্রমণ করে। রানী ভিক্টোরিয়ার এই আক্রমণ শুধুমাত্র তার সম্মানহানি ও তার থেকে উত্তম প্রতিশোধ নেয়ার জন্য ।

ইতিমধ্যে ট্রেলারে ইঙ্গিত পাওয়া যায় ক্রসেডাররা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করবে। তারপরও আমির সালাউদ্দিন মুসলমানদের বিজয়ের স্বপ্ন লালনকরে যাবে। তাই আগামী পর্বটি হবে আরো আকর্ষণীয় এবং রোমাঞ্চকর। more

সালাহউদ্দিন আইয়ুবী এপিসোড-15 বাংলায় দেখুন

onubad media

Download 720 HD

Download 480 SD

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button