Onubad Media

মেহমেত: ফাতিহি সুলতান এপিসোড- ১ বাংলায়

Mehmed Fetihler Sultani 1 Bangla Subtitles

আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, অবশেষে Trt 1 এর বহুল কাঙ্খিত ফাতিহ সুলতান মেহমেদ সিরিজ আসতে চলেছে, আগামী ২৭ ফেব্রুয়ারী ফাতিহ সুলতান মেহমেদ সিরিজের প্রথম ভলিউম প্রচার হবে, ইতিহাসের এই মহান বীর কে নিয়ে সিরিজ দেখার আগ্রহ অনেক আগে থেকেই, কারন তিনি ছিলেন উসমানী সম্রাজ্যের ব্যতিক্রম একজন সুলতান, তিনিই একমাত্র শাসক যিনি মাত্র ২১ বছর বয়সে সদ্য কৈশোর পেরোনো মুহাম্মাদ পূর্ণ করেন হযরত মুহাম্মদ সা: এর ভবিষ্যৎবাণী।

সুতরাং এই সিরিজ দেখার অপেক্ষায় হাজারো তুর্কী সিরিজ প্রেমী, ইতিমধ্যে সিরিজের পোষ্টার প্রকাশ পেয়েছে, আজকে আমরা এই সিরিজে কে কোন চরিত্রে অভিনয় করবেন এবং এই সিরিজটি দেখার আগে যে বিষয় গুলো আপনার জানা থাকা দরকার, তা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।

শুরুতেই আলোচনা করবো, এই মহান সিরিজের মহান ফাতিহ সুলতান মেহমেদ চরিত্রে অভিনয় করবেন কে? ফাতিহ সুলতান মেহমেদ চরিত্রে অভিনয় করবেন তুরস্কের তরুন অভিনেতা সারকান চায়েলো, এই রকম মহান চরিত্রে তরুন অভিনেতাকে দেখে অনেকে হতাশ হয়েছেন,

অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, কিন্তু সিরিজটি শুরু হলে আপনাকেও এই অভিনেতার অভিনয়ে মুগ্ধ হতে হবে,, কারন তরুন হলেও অভিজ্ঞ এই অভিনেতা, ইতিহাসে যেহতু মাত্র ২১ বছর বয়সে সে কনস্ট্যান্টিনোপল বিজয় করেছিলেন, সুতরাং তার বয়স এবং চেহারা উভয় ক্ষেত্রেই এই চরিত্রের জন্য এই অভিনেতা ভাল পছন্দ ছিলো,

এছাড়াও এই সিরিজে অভিনয় করবেন সেলিম বায়রাকতার, ফিকরেত কুশকান, তুবা ইনসাল, সিনান আলবায়রাক সহ অনেক বড় বড় অভিজ্ঞ সব অভিনেতা,,

সিরিজটি দেখা শুরু করার পূর্বে ফাতিহ সুলতান মেহমেদ সম্পর্কে এতোটুকু তথ্য আপনার জানা থাকা উচিত, তাহলে আপনি বুঝতে পারবেন সিরিজটি ইতিহাসের কোন দিকে আগাচ্ছে, নাকি ইতিহাস নিয়ে ছিনিমিনি খেলবেন, এই সিরিজে মূলত ১৪শ শতকের কাহিনি দেখানো হবে, এবং ফাতিহ সুলতান মেহমেদ ছিলেন মহান উসমানী সম্রাজ্যের ৭ম সুলতান,

১৪৪৪ সালের আগস্ট থেকে ১৪৪৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি সুলতান ছিলেন। এরপর ১৪৫১ সালের ফেব্রুয়ারিতে পুনরায় মসনদে বসেন। দ্বিতীয় দফায় তিনি ১৪৮১ সালের মে পর্যন্ত ক্ষমতায় ছিলেন, ১৪৫৩ সালের ২৯ মে সুলতান মুহাম্মাদ ফাতিহ সেই সময়কার অন্যতম শক্তিশালী বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাস্ত করে কনস্ট্যান্টিনোপলের যে বিজয় ছিনিয়ে এনেছিলেন, তা গোটা মানবজাতির ইতিহাসেই অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। মাত্র ২১ বছর বয়সে সদ্য কৈশোর পেরোনো মুহাম্মাদ পূর্ণ করেন হযরত মুহাম্মদ (স) এর ভবিষ্যৎবাণী। রাসূল সা: বলেছেন, নিশ্চিতরূপে তোমরা তথা মুসলিমরা কনস্ট্যান্টিনোপল জয় করবে। কতই না উত্তম হবে সেই শাসক! কতই না উত্তম হবে সেই সেনাবাহিনী!

এর আগে কনস্ট্যান্টিনোপল বিজয়ের জন্য প্রায় তেইশবার চেষ্টা করে উসমানীয়রা, কিন্তু কোনোবারই চূড়ান্ত সফলতা এসে ধরা দেয়নি। তখন মাত্র ২১ বছর বয়সে বিজয়ীর বেশে কনস্টান্টিনোপল শহরে প্রবেশ করেন তুর্কী এই মহান সুলতান, এরপর আয়া সোফিয়াতে জুমার খুতবা দিয়ে এক নতুন দিনের বার্তা দেন বিশ্ববাসীকে। নামের সাথে যুক্ত হলো ‘ফাতিহ’ বা ‘বিজয়ী’। পূর্বপুরুষরা যা পারেনি, অদম্য মনোবল, আত্মবিশ্বাস আর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে তা করে দেখিয়েছেন তিনি।

কিন্তু এই অসাধ্য কীভাবে সাধন হলো? তার প্রতিটি মূহুর্ত গুলো এই সিরিজে ফুটিয়ে তুলা হবে বলে আশা করি৷ খাদের কিনারে দাঁড়িয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, কীভাবে পরিকল্পনা সাজিয়ে বিজয়ের নিশান ছিনিয়ে আনতে হয়, কনস্ট্যান্টিনোপল শহরের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে ইস্তানবুল বিজয়ের গৌরবগাঁথা অধ্যায়ের প্রতিটি ধাপ আশা করি আগত সিরিজে দেখতে পাবো ইনশাআল্লাহ, More

মেহমেত: ফাতিহি সুলতান এপিসোড- ১ বাংলায়

onubad media

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button