জিবনীঅনুবাদ মিডিয়া বাংলা সাবটাইটেল

কে এই ইলবে? কি তার পরিচয়?

ইল বে’র বাস্তব ইতিহাস-কুরুলুস উসমান

কে এই ইলবে? কি তার পরিচয়?: ইলবে হলো রহস্যময় একটি চরিত্র।জনমনে প্রশ্ন হলো যে, ইলবে কে? কি তার পরিচয়? সে কার হয়ে কাজ করছে? সে কি বিশ্বাসঘাতক? নতুন সিজনে যুক্ত হওয়া এই ইলবে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো চলুন জেনে নেই ,,,,,

ইলবে কি গুপ্তচর? তাহলে কার?

অনেকেই তাকে গুপ্তচর ভাবতেছেন, আবার অনেকে তাকে ঐতিহাসিক হাজ্বী ইলবে মনে করছেন, অনেকে মনে করেন যে সে কমান্ডার লুকাসের গুপ্তচর, আবার কেউ কেউ এটাও বলেন যে, সে কারেসী বের লোক। কিছু লোক মনে করেন সে খলিফার গুপ্তচরও হতে পারে যা আমরা সিরিজে দেখতে পেয়েছিলাম যে, খলিফার ওপর আক্রমণ হওয়ার সময় সে নিজর জানবাজি রেখে লড়াই করেছিলেন। তখন কিন্তু নিজেকে সে লুকিয়ে রেখেছিল।

জন্ম ও বংশ পরিচয় : হাজী ইলবে জন্মগ্রহণ করেন কারেসি রাজ্যের বালকি শহরে তেরোশো সালের প্রথম দিকে।

ইতিহাসে ইলবে নামে কোন ব্যক্তি ছিলেন কি?

ওসমানী ইতিহাসে হাজী ইলবে নামে একজনকে পাওয়া যায়। যিনি সেনাপ্রধান ছিলেন, কিন্তু তিনি উসমান বের শাসনামলে ছিলেন বলে উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় না। ১৩০০ সালে কারেসী বের মৃত্যুর পর বেইলিকে আসনে ” একলান বে ” বসেন। তিনি দায়িত্ব গ্রহণ করার পর তার নজরে একজন সাহসী ব্যক্তি আসে তার নাম ছিল ইলবে।,,,,,, এ সময় ওসমানীদের সাথে তখন কারেসীদের সুসম্পর্ক ছিল জানা যায়। একলান বে’র ছোট ছেলের নাম ছিল “দুরসুন বে। Read English Articles

একলান বে তার ছোট ছেলে দুরসুন বেকে পাঠান বুরসায় ওরহান বের খেদমতে। আর হাজী ইলবে একজন ওজির হলেও তিনি মূলত দুরসুন বের সহকারী ছিলেন।তখন তারা বুরসায় থাকা ও কাজ করা শুরু করেন। এরপর ইলবের বেশ সুনাম ও প্রসিদ্ধতা রয়েছে। তিনি ওরহান বের পুত্র সোলাইমান পাশা কে রুমালিয়া জয় করার জন্য উৎসাহ প্রধান করেন। এবং বেশ কয়েকটি যুদ্ধে সাহসীকতার সাথে লড়াই করেন। এমনি একটি যুদ্ধের কথা আমরা আজ জানবো।

ক্রসেডারদের আক্রমণ ইলবে’র ভূমিকা : ১৩৬৩ অথবা১৩৬৪ সালে যখন ক্রুসেডাররা ওসমানী রাজ্যের রাজধানী “এডির্ন” দখল করতে আসে তখন মাত্র ১০ হাজার সৈন্য নিয়ে ৬০ হাজার ক্রুসেড যুদ্ধার বিরুদ্ধে এগিয়ে আসে এই সাহসী ইলবে। তখন ওসমানীয়দের রাজধানী ছিল বুরসায় আর সুলতানও বুরসায়ই ছিলেন। তখন ইলবে সুপরিকল্পিতভাবে গভীর রাতে ১০ হাজার সেনা নিয়ে ক্রুসাডারদের উপর তখন আক্রমণ করেন যখন তারা মদ খেয়ে নারী নিয়ে রং তামাশায় মত্ত ছিল।

সে তার বাহিনী নিয়ে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আকস্মিক ঝাপিয়ে পড়েন। হঠাৎ আক্রমণ হওয়াতে তারা কোন কিছু বুঝে উঠতে পারেনি। একপর্যায়ে নেশার ঘোরে নিজেরাই নিজেদেরকে হত্যা করতে শুরু করে, কেউ পলায়ন করতে শুরু করে, এই হাজ্বী ইলবে তার এই পরিকল্পনা ও তার দুঃসাহসিকতার কারণে ওসমানীয়রা ৬০ হাজার এক বিশাল বাহিনীর ওপর জয় লাভ করে।

আমরা ইতিহাস আর সিরিজ মিলালে বুঝতে পারব এখন তিনি ওসমানী রাজ্যে থাকার কথা এবং তিনি সেখানেই আছেন অর্থাৎ কায়ী গোত্রে। ১মে তিনি কারেসীদের জন্য কাজ করবেন, পরবর্তীতে ওসমানীদের জন্য তিনি হয়ে উঠবেন হাজ্বী ইলবে।

মৃত্যু সন: হাজী ইলবে’র একের পর এক জয় ও সাফল্যতা দেখে অনেকেই ঈর্ষা করতে শুরু করে। ইতিহাসে পাওয়া যায় শাহিন পাশা তাকে বিষ প্রয়োগ করেন। আর এই বিষ প্রয়োগের প্রতিক্রিয়ায় মৃত্যুবরণ করেন এই সাহসী বীর হাজ্বী ইলবে। আরো লেখা পড়ুন

লেখক: সাজিদুর রহমান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button