তথ্য ও প্রযুক্তি

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম ২০২৪ 

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম ২০২৪ 

নগদ একাউন্টের নিরাপত্তা এবং আনলিমিটেড লেনদেন করতে অবশ্যই নগদ একাউন্ট হালনাগাদ করতে হয়। তবে অনেকেই নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম জানেন না। তাদের জন্য মূলত আজকের আলোচনা। 

আপনি যদি শুধুমাত্র *167# কোড ডায়াল করে নগদ একাউন্ট খুলে থাকেন তাহলে একাউন্টের নিরাপত্তার বাড়াতে অতি দ্রুত নগদ একাউন্ট হালনাগাদ করুন। 

নিচে নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

নগদ একাউন্ট হালনাগাদ করতে যা যা লাগবে?

নগদ একাউন্ট হালনাগাদ করার জন্য একটি ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডধারীকে লাগবে। তবে যে ভোটার আইডি কার্ড দিয়ে আগে নগদ একাউন্ট খোলা হয়েছে। সেই ভোটার আইডি কার্ড দিয়ে পুনরায় নগদ একাউন্ট খোলা যাবে না। তাই যে ভোটার আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট এখনো খোলা হয়নি সেই ভোটার আইডি কার্ড লাগবে। 

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম ২০২৪ 

নগদ একাউন্ট হালনাগাদ করা খুব কঠিন কোন কাজ না। আজকের দেখানো স্টেপ ফলো করে আপনি ৫ মিনিটের মধ্যে নগদ অ্যাকাউন্ট হালনাগাদ করতে পারবেন। 

ধাপ ১ঃ নগদ একাউন্ট হালনাগাদ করতে প্রথমে নগদ অ্যাপ ইনস্টল করুন। তারপরে মোবাইল নাম্বার ও পিন কোড দিয়ে অ্যাপ এ লগইন করুন। 

ধাপ ২ঃ এরপর নগদ অ্যাপের ডান পাশে My Nagad অপশনে ক্লিক করুন। এখন, “কে ওয়াই সি পুনরায় জমা দিন” বাটনে ক্লিক করে দিন। 

ধাপ ৩ঃ তারপর ভোটার আইডি কার্ডের উভয় পাশের ছবি তুলে পরবর্তী অপশনে ক্লিক করে দিন। তবে খেয়াল রাখবেন, ভোটার আইডি কার্ডের উভয় পাশের ছবি যেন স্পষ্ট দেখা যায়। 

ধাপ ৪ঃ সঠিকভাবে ভোটার আইডি কার্ড সাবমিট দেওয়ার পরে, ভোটার আইডি কার্ডের সকল তথ্য দেখতে পারবেন। বিশেষ করে যার আইডি কার্ড তার নাম, বাবা-মার নাম, জন্ম তারিখ এবং ঠিকানা সব তথ্য দেখা যাবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী অপশনে ক্লিক করুন। 

ধাপ ৫ঃ এই পেজে রেজিস্ট্রেশনকারীর পেশা, লিঙ্গ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদান করে আবারো পরবর্তী বাটনে ক্লিক করে এগিয়ে যান। 

ধাপ ৬ঃ এরপর রেজিস্ট্রেশনকারীর মুখমন্ডলের ছবি তুলতে হবে। ছবি তোলার সময় অবশ্যই চোখের পাতা নাড়াতে হবে। 

সঠিকভাবে ছবি তোলার পরে পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার নগদ একাউন্ট সফলভাবে হালনাগাদ হয়ে যাবে। 

এভাবেই মাত্র ৫ মিনিটে আপনি নিজেই ঘরে বসে নগদ একাউন্ট হালনাগাদ করতে পারবেন। 

নগদ একাউন্ট হালনাগাদ কেন করবেন?

নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা সাধারণত টাকা লেনদেন করে থাকি। এ কারণে অবশ্যই আমাদের একাউন্ট ১০০% নিরাপদ রাখা দরকার। নগদ একাউন্ট ১০০% নিরাপদ রাখার জন্য অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খুলতে হবে। 

কিন্তু আপনি শুধুমাত্র *১৬৭# কোড ডায়াল করে নগদ একাউন্ট ক্রিয়েট করেছিলেন। তাই আপনার একাউন্টে শতভাগ নিরাপদ নয়। 

এছাড়াও আপনি যখন জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে একটি নগদ একাউন্ট খুলবেন তখন নগদ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।  এ কারণে আমাদের সবারই উচিত নগদ একাউন্টটা দ্রুত হালনাগাদ করা। সেই সাথে নগদের সুযোগ-সুবিধা ভোগ করা। 

নগদ একাউন্ট লক হলে করনীয়:

বিভিন্ন কারণে-অকারণে নগদ একাউন্ট লক হয়ে যায়। এতে চিন্তা করার কিছুই নেই। নগদ একাউন্ট লক হলে আপনি নিজেই তা ঠিক করতে পারবেন। এজন্য প্রথমে নগদ কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। নগদ হেল্পলাইন নাম্বার 16167। 

উক্ত নম্বরে ফোন করে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার রিকুয়েস্ট করতে হবে। তারপর কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে যেসব প্রশ্ন করবে তার উত্তর দিন। 

কাস্টমার কেয়ার প্রতিনিধির প্রশ্নের প্রতি সঠিক জবাব দিতে পারেন তাহলে তারা আপনার নগদ একাউন্টের লক খুলে দিবে। 

নগদ একাউন্ট এর পিন ভুলে গেলে করণীয়:

নগদ একাউন্ট এর পিন ভুলে গেলেও বেশি চিন্তিত হবেন না। কারণ 16167 এই নাম্বারে ফোন করে আপনার পিন কোড পুনরায় ফিরে পাবেন। তবে কাস্টমার কেয়ারে ফোন করার আগে যে ভোটার আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খোলা হয়েছে, সেই আইডি কার্ড লাগবে। এজন্য সেই ভোটার আইডি কার্ড হাতে নিয়ে নগদ কাস্টমার কেয়ার সেন্টারে ফোন করুন। 

তারপর কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথোপকথন করে তারা আপনাকে একটি রিসেট পিন দেবে। সেই পিন দিয়ে নগদ একাউন্টে লগইন করে নতুন পিন নম্বর সেট করুন।

একটি আইডি কার্ড দিয়ে কয়টি নগদ একাউন্ট করা যায়, একটি ভোটার আইডি বা জাতীয় পরিচয় পত্র দিয়ে শুধুমাত্র একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। একটি ভোটার আইডি কার্ড দিয়ে আর নগদ একাউন্ট খোলা যাবে না। Read more in English

আইডি কার্ড ছাড়া কি নগদ একাউন্ট খোলা যায়?

জ্বি, আইডি কার্ড ছাড়াও নগদ একাউন্ট খোলা যায়। এজন্য *১৬৭# কোড ডায়াল করে ৪ সংখ্যার পিন কোড সেট করুন। তবে আপনার যদি ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এগুলোর যেকোনো একটি দিয়ে নগদ একাউন্ট খোলায় ভালো। Read article in Urdu

কারণ নগদ একাউন্ট যেহেতু আর্থিক একটি প্রতিষ্ঠান। সে কারণে এই একাউন্ট আমাদের শতভাগ নিরাপদ রাখা দরকার। নগদ একাউন্ট তখনই শতভাগ নিরাপদ হবে যখন আপনি ভোটার আইডি কার্ড দিয়ে একটি নগদ একাউন্ট ক্রিয়েট করবেন। 

নগদ একাউন্টের সুবিধাসমূহ:

আমাদের দেশের যতগুলো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে তার থেকে নগদ মোবাইল ব্যাংকে প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা তুলনামূলকভাবে অনেক বেশি। নগদ একাউন্টের সুবিধাসমূহ উল্লেখ করা হল। একাউন্ট খোলার সহজঃ নগদ একাউন্ট খোলা একদম সহজ। এজন্য ফোনের ডায়াল প্যাড গিয়ে *১৬৭# ডায়াল করুন। তারপর পিন কোড সেট করুন। মাত্র এক মিনিটের নগদ একাউন্ট খোলা শেষ। অন্য কোন মোবাইল ব্যাংকিং এ সম্ভব না।

সেন্ড মানি একদম ফ্রিঃ নগদ থেকে যে কোন নাম্বারে সেন্ড মানি একদম ফ্রি। দেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং এ সেন্ড মানি করতে ন্যূনতম ৫ টাকা খরচ হয়। কিন্তু নগদে এই সেবাটি পাচ্ছেন একদম ফ্রিতে। 

ক্যাশ আউট চার্জ কমঃ বর্তমানে নগদে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১২.৫০ টাকা। যা দেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। তাই কম ক্যাশ আউট চার্জ পেতে হল অবশ্যই আপনাকে নগদে আসতে হবে। 

এছাড়া মোবাইল রিচার্জ, অ্যাড মানি, পে বিল ও অনলাইনে পেমেন্ট সবকিছুই পাচ্ছেন নগদে।

Read More Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button